kalerkantho


বার্সেলোনার জার্সিতে রিয়ালের মুখোমুখি রোনালদিনহো!

কালের কণ্ঠ অনলাইন   

৪ মার্চ, ২০১৭ ১৫:০৬বার্সেলোনার জার্সিতে রিয়ালের মুখোমুখি রোনালদিনহো!

আবারও প্রিয় ক্লাব বার্সেলোনার জার্সি গায়ে চাপাতে যাচ্ছেন সাবেক ব্রাজিল সুপারস্টার রোনালদিনহো। প্রতিপক্ষ আবার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। আগামী ২৮ এপ্রিল লেবাননে বার্সা বনাম রিয়াল মাদ্রিদের সাবেক কিংবদন্তি খেলোয়াড়দের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটিতে আরেকবার বার্সেলোনার জার্সি গায়ে মাঠে নামবেন রোনালদিনহো।

বৈরুতের ক্যামিলি চামোন স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটিতে উভয় দলের সাবেক তারকারা অংশ নেবেন। ফেব্রুয়ারিতে বার্সেলোনার শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পেয়েছেন রোনালদিনহো। এই ধরনের ঐতিহাসিক ম্যাচে এবারই প্রথম অংশ নিতে যাচ্ছেন তিনি। এর আগে গত বছর কোয়ের্তারোতে মেক্সিকোর বিপক্ষে একটা প্রীতি ম্যাচ খেলেছিলেন বার্সা কিংবদন্তিরা। যে ম্যাচে ছিলেন রিস্টো স্টইচকভ, ভিতর বাইয়া, এডমিলসন ও রোনালদো ডি বোরের মতো কিংবদন্তিরা। রিয়াল মাদ্রিদের বিপক্ষে রোনালদিনহো ছাড়া আর কারা থাকবেন সেটি অবশ্য এখনো জানা যায়নি। 

পিএসজি থেকে ২০০৩ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন রোনালদিনহো। বার্সার হয়ে ২০৭ ম্যাচে ৯৪ গোল তার। লা লিগা জিতেছেন দুইবার, একবার চ্যাম্পিয়ন্স লিগ। বার্সেলোনাতে থাকার সময়ই দুইবার ফিফার বর্ষসেরা ফুটবলার হয়েছেন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের সেরাদের একজন হিসেবে। 
 মন্তব্য