kalerkantho


বলিউড তৈরি হও, আমার মেয়ে আসছে: ওয়ার্নার

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৭ ১৯:০২বলিউড তৈরি হও, আমার মেয়ে আসছে: ওয়ার্নার

ভারতে এসে বেশ মজে গেছেন অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বিভিন্ন সিরিজ আর আইপিএল মিলিয়ে বছরে অনেকটা সময় তাকে ভারতে কাটাতে হয়। দুই কন্যার জনক তিনি। সেইসঙ্গে আবার আমাদের সাকিব আল হাসানের মত কন্যা অন্তপ্রাণ। বড় মেয়ে আইভি মে ও এসেছে ভারতে। শুধু আসেই নি, রীতিমতো ভারতেয় শাস্ত্রীয় নৃত্যে তালিম নেওয়া শুরু করেছে সে!

ক্ল্যাসিক্যাল নাচের পোশাক পরা ৩ বছর বয়সী মেয়ের ছবি সোশ্যাল সাইটে আপলোড করেছেন বিধ্বংসী এই অজি ওপেনার। ইনস্টাগ্রামে সেই ছবির ক্যাপশনে ওয়ার্নার লিখেছেন, "আইভি আমাদের একটি সুন্দর সকাল উপহার দিল। বলিউড তৈরি হও, আমার মেয়ে আসছে।"

বলিউডের প্রতি পাশ্চাত্যের আকর্ষণ গত কয়েক বছরে ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এমনকী ক্রিকেটাঙ্গনেও। ড্যারেন স্যামিরাও সামিল হয়েছেন বলিউড মুভিতে। এখন ওয়ার্নার কন্যা বলিউডে জায়গা করে নিতে পারে কিনা তা জানার জন্য আরও অনেকদিন অপেক্ষা করতে হবে। এর মধ্যে আবার যদি শিশুশিল্পী হিসেবে কোনো পরিচালকের দৃষ্টিতে পড়ে যায়, তবে তো কথাই নেই। মন্তব্য