kalerkantho


রেলস্টেশনের সেই চা ওয়ালার সঙ্গে ধোনির ডিনার

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৭ ১৬:১৯রেলস্টেশনের সেই চা ওয়ালার সঙ্গে ধোনির ডিনার

সাফল্যের চূড়ায় উঠেও মাটিতে পা রেখেই চলেন সাবেক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। কয়েকদিন আগেই ঝাড়খন্ডের হয়ে বিজয় হাজারে ট্রফির ম্যাচ খেলতে ট্রেনে চড়ে কলকাতায় এসেছিলেন 'ক্যাপ্টেন কুল' খ্যাত ধোনি। সেটি ছিল ১৩ বছর পর তার ট্রেনযাত্রা।একটা সময় ছিল প্রতিদিনই তাকে ট্রেনে উঠতে হতো। 'ধোনি দ্য আনটোল্ড স্টোরি' থেকে অনেকেই হয়তো এসব ঘটনার কিছু কিছু জেনেছেন।

ভারতকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক একটা সময় রেলের টিটির চাকরি করতেন। তিনি খড়গপুর রেলওয়ে স্টেশনে পোস্টিংয়ে ছিলেন। কলকাতায় বিজয় হাজারে ট্রফির ম্যাচ শেষে ফের একবার স্মৃতির সরণী বেয়ে সেই খড়গপুর স্টেশনে পৌঁছে গেলেন। বহুদিন পর দেখা হল খড়গপুর রেল স্টেশনের চা দোকানি টমাসের সঙ্গে। ধোনির স্মৃতিতে খড়গপুর যেমন উজ্জ্বল, সেখানে ঠাঁই পাবেন টমাস নামের ওই চা দোকানিও। আন্তর্জাতিক ক্যরিয়ার শুরুর আগে খড়গপুর রেল স্টেশনে টিটি হিসেবে কাজ করতেন। প্রায় প্রতিদিনই আড্ডা দিতেন টমাসের দোকানে। কখনও চায়ের আড্ডা, কখনও আবার যেতেন গরম দুধ খেতে। 

তবে ধোনির হৃদয়ে টমাস কতটা জায়গা জুড়ে আছেন সেটা জানা গেল কয়েকদিন আগে। ধোনির সঙ্গে দেখা করতে এসে টমাস নিজেও হয়তো সেটা বুঝতে পেরেছেন। ইডেন গার্ডেনের বাইরে অপেক্ষারত টমাসকে দেখেই চিনেছেন ধোনি। তাকে জড়িয়ে ধরেছেন হাসিমুখে। ওই দিন সন্ধ্যায় টমাসকে নিয়ে ডিনারও করেছেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক।মন্তব্য