kalerkantho


বার্সার হয়ে আর কি দেখা যাবে মেসিকে?

কালের কণ্ঠ অনলাইন   

৩ মার্চ, ২০১৭ ০৩:১৮বার্সার হয়ে আর কি দেখা যাবে মেসিকে?

সাম্প্রতিক কালে বার্সেলোনার সাথে সর্ম্পকের টানপোড়ন শুরু হয়েছে লিওনেল মেসির। নতুন চুক্তিতে অর্থের পরিমাণ না বাড়ালে চিনে চলে যাওয়ার হুমকিও দিয়েছেন মেসি। ক্যাম্প ন্যু'তে আর্জেন্টিনার তারকার ভবিষ্যৎ নিয়ে সংশয় অব্যাহত। গত মাসে রোজারিও থেকে উড়ে এসে লিও'র বাবা হর্হে নতুন চুক্তি নিয়ে কথাবার্তা বলেছিলেন বার্সেলোনা কর্তাদের সঙ্গে। তবে সেই বৈঠক ফলপ্রসূ হয়নি। ভক্তদের মধ্যেও প্রশ্ন তৈরি হয়েছে, আদৌ কী মেসির সঙ্গে ক্লাব নতুন চুক্তি করবে?

তারই মধ্যে বুধবার স্পেনের একটি সংবাদপত্র জানিয়েছে, গত সপ্তাহে আতলেতিকো দে মাদ্রিদ ম্যাচের পরেই ক্লাবের প্রেসিডেন্ট জোশেফ মারিয়া বার্তোমিউ'র সঙ্গে গোপন আলোচনায় বসেন মেসি। সেখানেই তিনি জানান, চীনের প্রিমিয়ার লীগের একটি ক্লাব তাকে বছরে ৮৫ মিলিয়ন পাউন্ড দেওয়ার প্রস্তাব দিয়েছে। যদিও তিনি প্রেসিডেন্টকে জানান, এখনও চীনের ক্লাবের প্রস্তাবে সাড়া দেননি। কিন্তু তাকে রাখতে হলে অর্থের পরিমাণ এবার আরও বাড়াতে হবে।

ওই পত্রিকার দাবি, মেসির সেই কথা শোনার পরেই চাপে পড়ে বার্তোমিউ তাকে আশ্বাস দেন যে, সবচেয়ে দামি ফুটবলার হিসাবেই তাকে ক্লাব তুলে ধরতে চায় বিশ্বের সামনে। তবে তার জন্য আরও কিছুটা সময় লাগবে।মন্তব্য