kalerkantho


ভারতে এসে অটোরিকশা চালালেন সাবেক অজি ক্যাপ্টেন ক্লার্ক (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

২ মার্চ, ২০১৭ ১৬:১৭ভারতে এসে অটোরিকশা চালালেন সাবেক অজি ক্যাপ্টেন ক্লার্ক (ভিডিওসহ)

তার একসময়কার সতীর্থরা ভারতে এসেছে টেস্ট খেলতে। আর তিনি এসেছেন ধারভাষ্য দিতে। কাজের অবসরে তার হঠাৎ ইচ্ছে হলো অটোরিকশা নামক এই তিন চাকার অদ্ভুত যানটি একবার চালিয়ে দেখা যেতে পারে। যেই কথা সেই কাজ। মাইকেল ক্লার্ক নেমে পড়লেন অটোরিকশা চালানোর মিশনে। বৃহস্পতিবার তার সাক্ষী রইল বেঙ্গালুরুর বাগিচা শহর। আর সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়।

এর আগে সাবেক অজি ক্যাপ্টেন স্টিভ ওয়া কলকাতার অদূরে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকে প্রশংসা কুড়িয়েছেন। সাবেক অজি ওপেনার ম্যাথু হেইডেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় করমণ্ডল উপকূলে সার্ফবোর্ডে উত্তাল সমুদ্রে ঘুরে বেড়াতেন। আর বৃহস্পতিবার ক্লার্ক নির্মল আনন্দ উপভোগ করলেন বেঙ্গালুরুর রাস্তায় অটো চালিয়ে। চালকের কাছ থেকে কৌশল রপ্ত করে একাই অটো চালিয়ে নিয়ে গেলেন সাবেক অজি অধিনায়ক।

শেষবার ভারত সফরে ক্লার্কের নেতৃত্বে চার ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া। এবার অবশ্য ছবিটা পুরো উল্টো। পুনেতে সিরিজের প্রথম টেস্ট ৩ দিনেই ৩৩৩ রানে জিতে নিয়েছে স্টিভেন স্মিথের দল। শনিবার থেকে বেঙ্গালুরু টেস্টের আগে তাই খোশমেজাজে অস্ট্রেলিয়া।

দেখুন সেই ভিডিও:মন্তব্য