kalerkantho


মুশফিককে আর দেখা যাবেনা উকেটকিপার হিসেবে

কালের কণ্ঠ অনলাইন   

২ মার্চ, ২০১৭ ০৩:৪৬মুশফিককে আর দেখা যাবেনা উকেটকিপার হিসেবে

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক মুশফিক খেলবেন শুধু বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলবেন লিটন দাস। মোরাতুয়ার টাইরনে ফার্নান্ডো স্টেডিয়ামে আজ থেকে শুরু দুই দিনের প্রস্তুতি ম্যাচেই কার্যকর হচ্ছে এই পরিবর্তন। কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ম্যানেজার খালেদ মাহমুদ আনুষ্ঠানিকভাবে মুশফিককে তাঁদের এই সিদ্ধান্ত জানান। মুশফিক তা মেনে নিয়েছেন।

এ প্রসঙ্গে ম্যানেজার খালেদ মাহমুদ বলেছেন, আমি ও কোচ অফিশিয়ালি মুশফিককে এটা জানিয়েছি। ও দলের সেরা ব্যাটসম্যান। মুশফিক এখন যে রকম দুর্দান্ত ফর্মে আছে, আমরা মনে করি, ব্যাটিংয়ে সে আরও কিছু দিতে পারে। সে জন্য টেস্টে সে চার নম্বরে ব্যাটিং করবে এবং উইকেটকিপিং করবে না। সবচেয়ে ভালো যেটা, সিদ্ধান্তটা মুশফিক ইতিবাচকভাবে নিয়েছে। 

শ্রীলঙ্কা দল থেকে উদাহরণ টেনেই মুশফিককে বুঝিয়েছেন কোচ-ম্যানেজার। উইকেটকিপার-ব্যাটসম্যান থাকার সময় কুমার সাঙ্গাকারার রানের গড় ছিল ৩৮, কিপিং ছাড়ার পর ৬০। ম্যাককালামের ক্ষেত্রেও সেটাই হয়েছে। একসঙ্গে কিপিং, অধিনায়কত্ব ও ব্যাটসম্যান হিসেবে খেলা কঠিন কাজ-বলেছেন মাহমুদ।

এ প্রসঙ্গে মুশফিক বললেন, দলের ভালোর জন্য যেটা দরকার, আমি সেটাই করব।  মন্তব্য