kalerkantho


মেয়ের জন্মদিনে জীবন্ত সিংহ উপহার দিলেন ফুটবলার!

কালের কণ্ঠ অনলাইন   

১ মার্চ, ২০১৭ ১৭:৫৬মেয়ের জন্মদিনে জীবন্ত সিংহ উপহার দিলেন ফুটবলার!

সকল বাবার কাছেই তার মেয়ে 'প্রিন্সেস'। আর মেয়ের কাছে তার বাবা 'প্রিন্স'। নিজের রাজকন্যাকে খুশি করতে চান সব বাবাই। তবে রাশিয়ান ফুটবল স্টার দিমিত্রি কোমবারোভ যেটা করলেন সেটা যে কোনো বাবার জন্যই দৃষ্টান্ত। মেয়ের ৫ম জন্মদিনে তাকে সারপ্রাইজ দিলেন জ্যান্ত সিংহ শাবক উপহার দিয়ে!

এই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই সমালোচনা শুরু হয়ে যায়। এমনকী প্রাণী অধিকার সংরক্ষণ কর্মীরাও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু পরে জানা যায়, ফুটবলার দিমিত্রি কোমবারোভ ছোট্ট সিংহ শাবকটিকে ভাড়া নিয়েছেন। প্রতি ঘণ্টায় সিংহটির ভাড়া বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫,৭০০ টাকা!

রাশিয়াতে সিংহ অত্যন্ত পরিচিত একটি পশু। বিভিন্ন পার্টিতে সিংহ ভাড়া নেওয়ার প্রচলন আছে। তবে কোনোভাবেই যাতে সিংহের কোনো ক্ষতি না হয় সেদিকে কড়া দৃষ্টি রাখা হয়। সিংহ উপহার দেওয়ার পর মেয়ের সঙ্গে সিংহের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রুশ ফুটবলারটি। তিনি মেয়েকে উদ্দেশ্য করে লিখেছেন, ''আজ তোমার ৫ম জন্মদিন। তোমার মা আর আমি তোমাকে খুব ভালোবাসি। ''মন্তব্য