kalerkantho


হরভজনকে উচিত জবাব দিলেন ডেভিড ওয়ার্নার

কালের কণ্ঠ অনলাইন   

২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:১১হরভজনকে উচিত জবাব দিলেন ডেভিড ওয়ার্নার

বেচারা হরভজন! অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে আলগা মন্তব্য করে এখন বিপদে পড়ে গেছেন। সিরিজ শুরুর আগে সাবেক এই স্পিনার বলেছিলেন, ভারত সফরে আসা এই অস্ট্রেলিয়া দলটি সবচেয়ে দুর্বল। হরভজনের সেই বক্তব্য ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছিল। প্রথম টেস্ট জিতে ভাজ্জির সেই বক্তব্যের উচিত জবাব দিলেন অজি সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

পরপর কয়েকটি সিরিজ জিতে ভারতীয় দলের আত্মবিশ্বাস একটু বেশিই বেড়ে গিয়েছিল। ক্রিকেটারদের থেকে বহুগুণ আত্মবিশ্বাসী ছিলেন সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে হরভজনের মত সাবেকরা। তারা সকলেই ধরে নিয়েছিল এই ভারতীয় দলকে ঘরের মাঠে অন্তত কেউ হারাতে পারবে না। প্রথম ম্যাচে ভারতের করুণ পরাজয়ের পর শনিবার হরভজন টুইট করে অস্ট্রেলিয়ার প্রশংসা করেন। তবে ওকেফিকে খোঁচা মারতে ভুলেননি। ওকেফি কিংবা অধিনায়ক স্টিভ স্মিথ জবাব না দিলেও থেমে থাকেননি স্মিথের ডেপুটি ওয়ার্নার।

ম্যাচ জয়ের পর ভাজ্জির সেই মন্ত্বব্য সম্বলিত খবরটি ক্রিকেট অস্ট্রেলিয়ার পেজ থেকে নিয়ে রিটুইট করেন ডেভিড ওয়ার্নার। তবে নিজে থেকে কিছু লিখেননি ওয়ার্নার। তিনি কিছু না লিখলেও হরভজন তার জবাব নিশ্চয়ই পেয়ে গেছেন। একেবারে উচিত জবাব!মন্তব্য