kalerkantho


বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন ম্যাথুজ

কালের কণ্ঠ অনলাইন   

২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:০৫বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন ম্যাথুজ

দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজে সম্ভবত আর মাঠে নামা হচ্ছে না শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের। হ্যামস্ট্রিং ইনজুরি এই অলরাউন্ডারকে দলের বাইরে ঠেলে দিয়েছে। তবে তার স্থালভিষিক্ত কে হবেন তা এখনও ঘোষণা করেনি লঙ্কান ক্রিকেট বোর্ড। আশা করা যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণার সময় সেই বিকল্প সম্পর্কে জানা যাবে।

ইনজুরি সম্পর্কে ম্যাথুজ নিজেই বলেছেন, "চিকিৎসকরা বলেছেন ইনজুরি কিছুটা জটিল। একটি টিয়ার ধরা পড়েছে যা সারতে সময় লাগবে। তাই তারা আমাকে বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন। এজন্য সম্ভবত বাংলাদেশের বিপক্ষে আমার মাঠে নামা হচ্ছে না। তবে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারব।"

এর আগে জিম্বাবুয়েতে টেস্ট সফরেও ইনজুরিতে পড়েন তিনি। এখন আরেকটি টেস্ট সিরিজের আগে আবারও সেই পুরনো শত্রুর হানা। ম্যাথুজের পরিবর্তে দলনেতার দায়িত্বভার নিতে হতে পারে রঙ্গনা হেরাথ কিংবা উপুল থারাঙ্গাকে। বিবেচনায় থাকবে সহ-অধিনায়ক দিনেশ চান্দিমাল। আগামী ৭ মার্চ গলে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট ১৫ মার্চ।মন্তব্য