kalerkantho


কপিল দেবকে ছাড়িয়ে গেলেন অশ্বিন

কালের কণ্ঠ অনলাইন   

২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:০৯কপিল দেবকে ছাড়িয়ে গেলেন অশ্বিন

আরেকটি রেকর্ডের জন্ম দিলেন রবিচন্দ্রন অশ্বিন। হোম সিজনে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নিয়ে স্বদেশী কিংবদন্তি কপিল দেবকে ছাড়িয়ে গেছেন ভারতীয় স্পিন সেনসেশন। পুনেতে চলমান প্রথম টেস্টে মিচেল স্টার্ক ফিরিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস (২৬০) গুটিয়ে দিয়ে নিজেকে নতুন উচ্চতায় তুলে ধরেন টেস্টের নাম্বার ওয়ান বোলার। ঘরের মাটিতে এ মৌসুমে নিজের দশম টেস্টে ৬৪তম উইকেট নিয়ে এমন কীর্তিতে নাম লেখান অশ্বিন। ভাঙেন কপিল দেবের ৩৭ বছরের পুরনো রেকর্ড।

১৯৭৯-৮০ মৌসুমে ১৩ ম্যাচে ৬৩টি উইকেট নিয়েছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সাদা পোশাকে অশ্বিনের হোম সিজন শুরু হয় গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটিতে ২৭টি উইকেট দখল করেন এ ডানহাতি অফস্পিনার। নভেম্বর-ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টে নেন ২৮ উইকেট।

চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ছয় উইকেট লাভ করেন। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের শুরুতেই তিন উইকেটে রেকর্ডবুকের পরিসংখ্যান পাল্টে দেন ভারতের বোলিং স্তম্ভ। মৌসুম শেষ হওয়ার আগে এখনো সর্বোচ্চ ৭টি ইনিংসে বোলিং সুযোগ পাবেন ত্রিশ বছর বয়সী অশ্বিন। তার জন্য সংখ্যাটা আরো বাড়িয়ে নেওয়াটা সময়ের ব্যাপার মাত্র!

 মন্তব্য