kalerkantho


আইপিএলে দল পেলেন না সাব্বির-রিয়াদ-মিরাজ

কালের কণ্ঠ অনলাইন   

২০ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৫৯আইপিএলে দল পেলেন না সাব্বির-রিয়াদ-মিরাজ

মোট ছয়জন বাংলাদেশি ক্রিকেটারের নাম ছিল এর মধ্যে চারজনের ভাগ্য ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গেলে। এনামুল হক বিজয়ের পর এবার দল পেলেন না টি-টোয়েন্টি স্পেশালিস্ট খ্যাত সাব্বির রহমান, মাহমুদ উল্লাহ রিয়াদ এবং স্পিন সেনসেশন তরুণ মেহেদি হাসান মিরাজ। তাদের নিতে কোনো দল আগ্রহ দেখায়নি। তবে মেহেদী মিরাজকে না নেওয়াটা আশ্চর্যই বটে।

আইপিএলে বাঁধাধরা বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। তার সঙ্গে গতবছর থেকে যুক্ত হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।  এছাড়া এখন পর্যন্ত আর কাউকে দেখা যায়নি আইপিএলে। আজ নিলামের ১৩তম রাউন্ডে উইকেটকিপার ক্যাটাগরিতে উঠে আসে এনামুলের নাম। মেহেদী মিরাজ ও রিয়াদের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। সাব্বিরেরও একই। কিন্তু দুর্ভাগ্য তাদের।

বেঙ্গালুরুতে ৩৫৯ জন ক্রিকেটার থেকে নিজেদের পছন্দের ক্রিকেটার কিনে নিচ্ছে আইপিএলের ৮টি দল। সর্বোচ্চ ১৪ কোটি ৫০ লাখ রুপিতে পুনেতে গিয়ে রেকর্ড গড়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।মন্তব্য