kalerkantho


কোহলির কাছে আবারও রেকর্ড হারাতে চলেছেন টেন্ডুলকার!

কালের কণ্ঠ অনলাইন   

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:১৭কোহলির কাছে আবারও রেকর্ড হারাতে চলেছেন টেন্ডুলকার!

ক্রিকেট লিজেন্ড টেন্ডুলকার; ভুবনজোড়া যার খ্যাতি। তার অনেক রেকর্ডই কেউ কোনোদিন ভাঙতে পারবে না বলেই ধারণা অনেকের। কিন্তু শচীন প্রজন্ম শেষ হওয়ার পর বেশিদিন হয়নি; তার রেকর্ডের পেছনে লেগেছেন নিজ দেশেরই একজন। তার নাম বিরাট কোহলি! ক্রিকেটবিশ্বের সবচেয়ে ভয়ঙ্করতম ব্যাটসম্যানটির মাঝে সকলেই এখন শচীনের ছায়া দেখছেন। কোহলিও লেগেছেন যেন শচীনের রেকর্ড ভাঙার মিশনে।

কয়েকদিন আগে ওয়ানডেতে রান তাড়া করে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীনের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন কোহলি। এবার টেস্টেও টেন্ডুলকারের আরেক রেকর্ড ভাঙতে যাচ্ছেন ভারত অধিনায়ক। সেই রেকর্ডের বিষয় হলো টেস্ট রেটিং। বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার পর রেটিংয়ে দ্য ওয়াল খ্যাত রাহুল দ্রাবিড় (৮৯২) কে টপকে গেছেন কোহলি (৮৯৫)। তার সামনে এখন টেন্ডুলকার আছেন ৮৯৮ পয়েন্ট নিয়ে।

বিশাল ক্যারিয়ারে শচীন এই রেটিং পয়েন্ট অর্জন করেছিলেন। আর ক্যারিয়ারের সবচেয়ে সফলতম সময়ে থাকা কোহলি তাকে টপকে যেতে চলেছেন। এজন্য অজিদের বিপক্ষে ৪ ম্যাচের টেস্ট সিরিজে ভারতের তিন ফরম্যাটের অধিনায়ককে শুধু ফর্মটা ধরে রাখতে হবে। টেস্টে সর্বোচ্চ রেটিং পয়েন্ট এখনও অজি অধিনায়ক স্টিভেন স্মিথের (৯৩৩)। দ্বিতীয় স্থানে আছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার (৯১৬)।মন্তব্য