kalerkantho


দেখুন কীভাবে কুকুরকে ক্যাচিং প্র্যাকটিস করালেন ধোনি (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৪৭দেখুন কীভাবে কুকুরকে ক্যাচিং প্র্যাকটিস করালেন ধোনি (ভিডিওসহ)

ক্রিকেট থেকে আপাতত বিশ্রামে আছেন সাবেক ভারত ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে না তাকে। এই দারুণ ছুটি উপভোগ করতে এখন পরিবারের সঙ্গেই চুটিয়ে সময় কাটাচ্ছেন। কন্য জিভার সঙ্গে মাঠে গড়াগড়ি খাওয়ার ভিডিও পোস্ট করেছিলেন দিন দুয়েক আগে। এবার ভিডিও এল তার পোষ্যদের সঙ্গে।

বিরাট কোহলির মতো মহেন্দ্র সিং ধোনিও একজন পশুপ্রেমী। কুকুর দেখলে আর নিজেকে সামলাতে পারেন না তিনি। খেলার সময় মাঠে পুলিশ কুকুর দেখলেও ধোনি চলে যান তাদের কাছে। ৩টি জার্মান শেপার্ডকে ক্যাচিং প্র্যাকটিস করালেন মাহি। বাড়ির ছাদেই কুকুরগুলির সঙ্গে খুনসুঁটিতে মাতলেন। সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করলেন ভারতীয় দলের সাবেক সফলতম অধিনায়ক।

ধোনির কুকুরপ্রেমের ছবি গুগলে সার্চ করলেই পাওয়া যাবে। ইনস্টাগ্রামের কল্যাণে আরও একবার ধোনির কুকুর প্রেম দেখল সবাই। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-২০ খেলার পরেই ধোনি চলে গিয়েছিলেন প্রিয় শৈলশহর দেরাদুনে। জিভার দুবছরের জন্মদিন সেলিব্রেট করতেই সাক্ষী আর জিভাকে নিয়ে পাহাড়ের কোলে আশ্রয় নিয়েছিলেন।

দেখুন সেই ভিডিও:মন্তব্য