kalerkantho


সিঙ্গাপুরে প্রথম ম্যাচে হারল মেয়েরা

কালের কণ্ঠ অনলাইন   

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:১২সিঙ্গাপুরে প্রথম ম্যাচে হারল মেয়েরা

সিঙ্গাপুরে চলমান 'উইমেন্স ডেভেলপমেন্ট টুর্নামেন্ট ২০১৭' এর নিজেদের প্রথম ম্যাচে পরাজিত হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবারের ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে কোনো গোল করতে পারেনি গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। ফলে সিঙ্গাপুর ৩-০ গোলে ম্যাচ জিতে নেয়। সিঙ্গাপুরের আমন্ত্রণে এই টুর্নামেন্টে অংশ নিতে ১৫ ফেব্রুয়ারি দেশ ছাড়ে মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল শুরু করে বিশ্ব র‌্যাংকিংয়ের ৯৮ তম দল সিঙ্গাপুর। ফল আসে হাতেনাতে। ৯ম মিনিটেই বাংলাদেশের জালে প্রথম গোল করে স্বাগতিকরা। ৩৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। ৯  মিনিট বাদেই স্কোরলাইন হয় ৩-০। এরপর কোনো দলই গোলের দেখা পায়নি। পরাজয়ের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয় র‌্যাংকিংয়ের ১১৪ তম দল বাংলাদেশকে।

সিঙ্গাপুর যাওয়ার পর কোনোরকম বিশ্রাম কিংবা প্র্যাকটিসের সুযোগ ছাড়াই মাঠে নেমেছিল মেয়েরা। এরপর আজ শুক্রবার আবারও মাঠে নামতে হচ্ছে তাদের। দ্বিতীয় তথা শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ র‌্যাংকিংয়ের ৮২তম দল মালয়েশিয়া। অবস্থানই বলে দিচ্ছে আজকের ম্যাচটা আরও কঠিন হবে টাইগ্রেসদের জন্য। মন্তব্য