বরাবরই খবরের শিরোনামে তিনি। যখন খেলতেন তখন তো বটেই, খেলা ছাড়ার পরেও তাঁকে নিয়ে আগ্রহের শেষ নেই মিডিয়ার। ম্যারাডোনাও নিত্য নতুন ঘটনায় জড়িয়ে খবর হয়ে যান। ঠিক যেমন হলো মাদ্রিদের হোটেলে। প্রিয় দল নাপোলির খেলা দেখতে মাদ্রিদে এসেছিলেন ম্যারাডোনা। উঠেছিলেন শহরের এক বিলাসবহুল হোটেলে। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী। হোটেল কর্তৃপক্ষের দাবি, রাতে বান্ধবীর সঙ্গে তীব্র কথা কাটাকাটি হয় ম্যারাডোনার। দুজনের মধ্যে নাকি হাতাহাতিও হয়। পরিস্থিতি এমনই হয়ে দাঁড়ায় যে পুলিশ ডাকতে বাধ্য হয় হোটেল কর্তৃপক্ষ।
পুলিশ অবশ্য ম্যারাডোনা এবং তাঁর বান্ধবীর সঙ্গে কিছুক্ষণ কথা বলেই বেরিয়ে যায়। এরপরেই নিজের ফেসবুক পেজে ম্যারাডোনা লেখেন, আমার আইনজীবী গোটা বিষয়টি দেখছেন। মিডিয়ার কাছে কী খবর গিয়েছে সেটাও জানি না। তবে মাদ্রিদে আমি দারুণ রয়েছি। স্প্যানিশ পুলিশ অবশ্য জানিয়েছে, হোটেলে তাঁরা গিয়েছিলেন। ম্যারাডোনা এবং তাঁর বান্ধবীর মধ্যে কোনও অস্বাভাবিকতা তারা দেখতে পাননি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের