kalerkantho


ছবিতে ৬০ বছর আগের অস্ট্রেলিয়ার ভারত সফর

কালের কণ্ঠ অনলাইন   

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৩৪ছবিতে ৬০ বছর আগের অস্ট্রেলিয়ার ভারত সফর

দেশের মাটিতে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশের পর এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে চার নম্বর সিরিজ জয়ের অপেক্ষায় কোহলি বাহিনী। টেস্ট অধিনায়ক হওয়ার পর থেকে যেন অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছেন কোহলি। ১৮ টেস্টে নেতৃত্ব দিয়ে ইতিমধ্যেই ১১ টেস্ট জিতে নজির গড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন চার ম্যাচের সিরিজে সেই রেকর্ড আরও ভাল হয় কি না নজর আপাতত সেই দিকেই।

টেস্ট র‌্যাংকিংয়ে এই মুহূর্তে ১ নম্বর দল ভারত। কোহলি নিজে তো বটেই, তুখোড় ফর্মে রয়েছেন অশ্বিন, পূজারা, জাডেজারাও। ঘরের মাটিতে তাদের মোকাবিলা করা যে বেশ কঠিন, তা মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা। কিন্তু এমনটা চিরকাল ছিল না। অস্ট্রেলিয়া যখন প্রথম বার ভারতে আসে, সে সময় তারা ছিল বিশ্ব ক্রিকেটে অপ্রতিরোধ্য। ১৯৫৬-৫৭ সালের সেই সিরিজের আগে মাত্র এক বারই দুই দেশ টেস্টে মুখোমুখি হয়েছিল। তবে তা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে। কেমন ছিল সেই সময়ের ডেভিড আর গোলিয়াথের যুদ্ধ?

দেখে নিন ছবি আর পরিসংখ্যানে:মন্তব্য