kalerkantho


মেয়েকে নিয়ে ধোনির কাণ্ড সোশাল মিডিয়ায় (ভিডিও)

কালের কণ্ঠ অনলাইন   

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:৪১মেয়েকে নিয়ে ধোনির কাণ্ড সোশাল মিডিয়ায় (ভিডিও)

জিভা-ধোনির খেলার ভিডিও রীতিমতো ঝড় তুলেছে সোশাল নেটওয়ার্কিং সাইটে। দুই বছর আগে ৬ ফেব্রুয়ারি ধোনি পিতা হয়েছিলেন। তৎকালীন জাতীয় দলের অধিনায়ক ধোনি তখন বিশ্বকাপ খেলতে ব্যস্ত ছিলেন। প্রথমবার পিতৃত্বের স্বাদ পেয়েও দেশে ফিরে আসতে পারেননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরেও নিজের ট্রেডমার্ক স্টাইলে জানিয়ে দিয়েছিলেন, মা ও মেয়ে দুজনই সুস্থ রয়েছে। আমি জাতীয় দলের হয়ে ব্যস্ত থাকায় দেশে যেতে পারলাম না। বাকি সব ঘটনা আমার জন্য অপেক্ষা করতে পারে। আসলে বিশ্বকাপ ভীষণ গুরুত্বপূর্ণ এক টুর্নামেন্ট।

সেই সময়ে অনেকেই ধোনির প্রশংসা করেছিলেন জাতীয় দলের প্রতি তার ডেডিকেশনের জন্য। অনেকেই আবার নিষ্পৃহ ধোনির সমালোচনা করতেও ছাড়েননি। তবে বাকি সব ঘটনা আমার জন্য অপেক্ষা করতে পারে বাক্যের অর্থ বোঝা গেল এ বার। নিজে যখন পরিবারের জন্য সময় দিতে পারবেন, সেই কথাই দুই বছর আগে বোঝাতে চেয়েছিলেন তিনি। মঙ্গলবারই ধোনি মেয়ে জিভার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক ভিডিও শেয়ার করেছিলেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ধোনি ও তার মেয়ে জিভা, দুজনই খোলা মাঠে হামাগুড়ি দিচ্ছেন। মেয়ের সঙ্গে ধোনির সেই ভিডিওতেই আপাতত উত্তাল নেট দুনিয়া।

মেয়ের দ্বিতীয় জন্মদিন পালন করতে ধোনি আপাতত সস্ত্রীক রয়েছেন দেরাদুনে। মুসৌরিতে আত্মীয় বাড়িতে রয়েছেন ধোনিরা। ৬ তারিখেই সাক্ষী ধোনি নিজের পরিবারের সোশাল নেটওয়ার্কিং সাইটে একাধিক ছবি পোস্ট করেছিলেন। বিরাট কোহলি যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বৈরথের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখন স্ত্রী, মেয়ের সান্নিধ্যে শৈলশহরে ভালোই সময় কাটাচ্ছেন ক্যাপ্টেন কুল।

 মন্তব্য