kalerkantho


'ভ্যালেন্টাইনস ডে' কেমন কাটলো বিরাট- আনুশকার!

কালের কণ্ঠ অনলাইন   

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০১:৫০'ভ্যালেন্টাইনস ডে' কেমন কাটলো বিরাট- আনুশকার!

অবশেষে 'ইটস অফিশিয়াল'! বিরাট কোহলির ভ্যালেন্টাইনস ডে পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এক দিন দেরি করে ফেললেন বিরাট।

দুইবছর পর এই প্রথম আনুশকার সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন বিরাট। ভ্যালেন্টাইনস ডের পরের দিন ছবি পোস্ট করার আধা ঘণ্টার মধ্যেই ২ লক্ষ লাইক। সঙ্গে বিরাটের ক্যাপশন, যদি আপনি চান তা হলে প্রতি দিনই হতে পারে ভ্যালেন্টাইনস ডে। আনুশকা শর্মা প্রতি দিন আমার মনে ভ্যালেন্টাইনস ডের অনুভূতির জন্ম দেয়। ছবিতে দেখা যায় উজ্জ্বল রোদে সবুজ মাঠে বসে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন বিরাট-আনুশকার।মন্তব্য