kalerkanthoবিশেষ দিনে আনুশকার সঙ্গে কোহলির সেলফি!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:০৩বিশেষ দিনে আনুশকার সঙ্গে কোহলির সেলফি!

বাংলাদেশের পর টেস্ট জয়ের পর স্বভাবতই ফুরফুরে মেজাজে আছেন ভারতীয় ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলি। কয়েকদিন পরই শুরু হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজ। অজিদের বিপক্ষে মাঠে নামার আগে একটু ব্যক্তিগত সময় কাটালেন বিশ্বের ভয়ংকরতম এই ব্যাটসম্যান। সেই সময়টা কার সঙ্গে কাটালেন?

পাঠকরা নিশ্চয়ই বুঝে ফেলেছেন যে, সেই সঙ্গীটি আর কেউ না। বলিউডের সুপারস্টার নায়িকা আনুশকা শর্মা। দুজনের মাঝে গত বছর বেশ ঝগড়াঝাটি হয়েছে। বিচ্ছেদও হয়েছিল কিছুদিনের জন্য। কিন্তু প্রেম আবারও অটুট হয়েছে। দুজনকে এখন নিয়মিতই বিভিন্ন স্থানে একত্রে দেখা যায়। তবে প্রেম নিয়ে তারকাদের লুকোছাপার অভ্যাসটা এই দুজনের মাঝেও ছিল। শেষ পর্যন্ত সেই লুকোছাপা শেষ হলো। ভ্যালেন্টাইন্স ডে তে নিজেদের সেলফি প্রকাশ করলেন কোহলি।

বুধবার দুপুর ১টার দিকে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে সেলফিটি পোস্ট করেন কোহলি। ছবিতে গাছপালা ঘেরা কোনো এক নিরিবিলি স্থানে দেখা যাচ্ছে দুজনকে। ছবির ক্যাপশনে কোহলি লিখেছেন, "প্রতিটি দিনই ভালোবাসা দিবস হতে পারে যদি তুমি চাও। তুমি আমার প্রতিটি দিনই ভালোবাসা দিবস করে তুলেছ।"

ছবিটি আনুশকাকে ট্যাগও করেছেন তিনি। আর কমেন্ট বক্সে বয়ে যাচ্ছে শুভকামনা আর শুভেচ্ছার ঝড়।মন্তব্য