kalerkantho


শুভাগতর ৬ উইকেট, উইকেটশুন্য মুস্তাফিজ

কালের কণ্ঠ অনলাইন   

১১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৪৭শুভাগতর ৬ উইকেট, উইকেটশুন্য মুস্তাফিজ

অনেক দিন ধরেই তিনি অফ ফর্মে আছেন। ঘরোয়া লিগে কিংবা জাতীয় দলে একই অবস্থা। ব্যাটে-বলে সুবিধা করে উঠতে পারছিলেন না ময়মনসিংহের এই ক্রিকেটার। এবার সেই খরা কাটল। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) আজকের ম্যাচে ৬ উইকেট দখল করেছেন তিনি। তার ঘূর্ণিতে প্রথম দিনেই ২৬০ রানে গুটিয়ে গেছে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস।

বাংলাদেশ ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে শুভাগতর ঘূর্ণিতে চাপে পড়ে দক্ষিণাঞ্চল। ৫১ রানের মধ্যে ফিরে যান ৩ টপঅর্ডার ব্যাটসম্যান। ৯১ রানে ৬ উইকেট নিয়ে মধ্যাঞ্চলের সেরা বোলার শুভাগত। দুটি করে উইকেট নেন আবু হায়দার ও শরীফউল্লাহ।

অন্যদিকে টানা দ্বিতীয় ম্যাচ খেলা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ২ ওভার বল করে ৩ রান দিয়ে উইকেটশূন্য।দিনের শেষ বেলায় ব্যাট করতে নেমে ৪ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪ রান করে মধ্যাঞ্চল। সাদমান ইসলাম ৩ ও আব্দুল মজিদ শূন্য রানে অপরাজিত আছেন।মন্তব্য