kalerkantho


মালয়েশিয়াতে ভালো অবস্থানে গলফার সিদ্দিকুর

কালের কণ্ঠ অনলাইন   

১১ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:০০মালয়েশিয়াতে ভালো অবস্থানে গলফার সিদ্দিকুর

বাংলাদেশ ওপেনে রানারআপ হওয়ার পর মালয়েশিয়াতেও ভালো অবস্থানে রয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা গলফার সিদ্দকুর। কুয়ালালামপুরে মেব্যাংক চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে তার অবস্থান বেশ শক্ত। দুই রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ৬ শট কম খেলে চার জনের সঙ্গে যৌথভাবে চতুর্দশ স্থানে রয়েছেন দেশসেরা এই গলফার।

প্রথম রাউন্ডে ১৯তম স্থানে থাকলেও দ্বিতীয় রাউন্ডে আরও ওপরে উঠে এসেছেন সিদ্দিকুর। সাউজানা গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রথম রাউন্ডে তিনটি বার্ডি, একটি ইগল ও দুটি বোগি করেন সিদ্দিকুর।মন্তব্য