kalerkantho


ডাবল সেঞ্চুরিতে ব্র্যাডম্যান-দ্রাবিড়কে পেছনে ফেললেন কোহলি

কালের কণ্ঠ অনলাইন   

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৩১ডাবল সেঞ্চুরিতে ব্র্যাডম্যান-দ্রাবিড়কে পেছনে ফেললেন কোহলি

৫২ টেস্টে তাঁর ১২টি ডাবল সেঞ্চুরি। টেস্টে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির এই রেকর্ড কোনো দিন ভাঙবে কি না, কে জানে! হয়তো ভাঙবেই না। তবে একটা জায়গায় ডন ব্র্যাডম্যানকেও পেছনে ফেলে দিলেন বিরাট কোহলি। টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরি করে।

গত বছরের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেন বিরাট কোহলি। সাড়ে সাত মাসের মধ্যে আরও তিনটি ডাবল সেঞ্চুরি করে ফেললেন তিনি। যার সর্বশেষটি হলো হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত একটি টেস্ট ম্যাচে। মাঝখানে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ডাবল সেঞ্চুরি করেছিলেন কোহলি। তবে ডাবল সেঞ্চুরির সংখ্যাটা আরও বাড়তে পারে কি না সেটা নিয়েই এখন কৌতূহল। সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪টি টেস্ট খেলবে ভারত। 

এই টেস্টের আগে টানা তিন সিরিজে ডাবল সেঞ্চুরির কীর্তিতে কোহলির মতো ব্র্যাডম্যানের অংশীদার ছিলেন রাহুল দ্রাবিড়ও। ২০০৩ ও ২০০৪ সালে দ্রাবিড় নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে টানা তিন সিরিজে ডাবল সেঞ্চুরি করেন। আর  ১৯৩০ ও ১৯৩১ সালে টানা তিন সিরিজে ডাবল সেঞ্চুরির কীর্তি অর্জন করে ব্র্যাডম্যান। মন্তব্য