kalerkantho


তদন্ত হতে পারে সানিয়া মির্জার বিরুদ্ধে!

কালের কণ্ঠ অনলাইন   

৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:০৯তদন্ত হতে পারে সানিয়া মির্জার বিরুদ্ধে!

আবারও বিতর্কে জড়ালেন ভারতের টেনিস সেনসেশন সানিয়া মির্জা। হায়দরাবাদের টেনিস সুন্দরীর আয়ের যথাযথ হিসেব নেই সে দেশের কর দপ্তরের কাছে। ফলে তাকে নোটিশ দেওয়া হয়েছে। তিন দিন আগে পাঠানো হয়েছে সেই নোটিশ। জবাব দিতে হবে ১৬ ফেব্রুয়ারির মধ্যে।

কর দপ্তরের দাবি, ২০ লাখ টাকা কর বাকি রয়েছে বিশ্বের ২ নম্বর ডাবলস তারকার। এমনকী তিনি আয়ের যথাযথ হিসাবও দাখিল করেননি। নোটিশে বলা হয়েছে, "আপনার পরিষেবা কর বাকি রয়েছে। বকেয়া টাকা না-দিলে আমরা তদন্ত শুরু করতে বাধ্য হব। তাই আপনার পরিষেবা করের যাবতীয় হিসেব দিয়ে আমাদের সহযোগিতা করুন। অন্যথায় আমাদের আইনত ব্যবস্থা নিতে হবে।" 

যদিও এই নতুন ঝামেলায় জড়ানোর বিষয়ে সানিয়ার বক্তব্য এখনও জানা যায়নি।মন্তব্য