kalerkantho


হায়দরাবাদের উইকেট মনে ধরেছে মুশফিকের

কালের কণ্ঠ অনলাইন   

৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:০৭হায়দরাবাদের উইকেট মনে ধরেছে মুশফিকের

ম্যাচ শুরু হওয়ার আগের দিন বুধবার কোচের সঙ্গে উইকেট দেখতে গেলেন টাইগার ক্যাপ্টেন মুশফিকুর রহিম। কাভার সরিয়ে উইকেট দেখে চোখ চকচক করে উঠল অধিনায়কের। উইকেটে খানিকটা ঘাস আছে। তবে আগামীকাল বৃহস্পতিবার ম্যাচ মাঠে গড়ানোর আগেই সেই ঘাস উধাও হয়ে যাবে ধারণা মুশফিকের।

সংবাদ সম্মেলনে এসে মুশফিক বললেন, "সাধারণত ভারতীয় উইকেট যেমন হয় তেমন টার্নিং উইকেট মনে হলো না। উইকেট বেশ শক্ত। ব্যাটিংয়ের জন্য পারফেক্ট বলেই মনে হচ্ছে। পেসাররাও শুরুর দিকে সাহায্য পাবে। স্পিনাররাও বেশ বাউন্স পাবে। দুই বা তিন দিন পর থেকে ভালো টার্না পাওয়া যাবে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ভালোই মনে হচ্ছে উইকেট।"

এই মাঠে সর্বশেষ টেস্ট ম্যাচটি হয়েছিল ৪ বছর আগে। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার সেই ম্যাচটিতে প্রথম ইনিংসে মাত্র ২৩৭ রানে অলআউট হয়েছিল সফরকারীরা। ঘূর্ণি বলে অজিদের মাথা ঘুরিয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা। তবে উইকেট যাই হোক না কেন নিজেদের পারফর্মেন্সই আসল। অধিনায়কের কণ্ঠেও শোনা গেল একই কথা। মুশি বললেন, "উইকেট যাই হোক এখন আমরা কিভাবে খেলি, কতটা কী করতে পারি, সেটাই দেখার বিষয়।"মন্তব্য