kalerkantho


বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেলেন অমিত মিশ্র

কালের কণ্ঠ অনলাইন   

৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:২৩বাংলাদেশের বিপক্ষে ছিটকে গেলেন অমিত মিশ্র

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি থেকে ছিটকে গেলেন ভারতীয় স্পিনার অমিত মিশ্র। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-২০ ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে চোট পান মিশ্র। বাংলাদেশের বিপক্ষে দলের সঙ্গে থাকলেও প্র্যাকটিস করতে পারেননি তিনি। তার শুন্যস্থান পূরণ করেছেন কলকাতা নাইট রাইডার্সের 'চায়নাম্যান' বোলার খ্যাত কুলদীপ যাদব।

ভারতীয় 'এ' দলের হয়ে একমাত্র প্রস্তুতি ম্যাচে ছিলেন কুলদীপ। উইকেট নিয়েছিলেন ৩টি। এই পারফর্মেন্সই তাকে প্রথমবারের মত টেস্ট দলে আসার সুযোগ করে দেয়। এছাড়া ঘরোয়া ক্রিকেটে সর্বশেষ মৌসুমে দুর্দান্ত বোলিং করেছেন কুলদীপ। রঞ্জিতে উত্তরপ্রদেশের হয়ে ৮ ম্যাচে ৩৫ উইকেট নিয়েছেন। রঞ্জির আগে দুলিপ ট্রফিতে ইন্ডিয়া রেডের হয়ে ৩ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন।

বাংলাদেশের বিপক্ষে অশ্বিন, জাদেজা, জয়ন্ত জাদবের সঙ্গে চতুর্থ স্পিনার হিসেবে থাকবেন কুলদীপ। এখন দেখার বিষয় হলো, একমাত্র টেস্টের একাদশে কুলদীপ জায়গা করে নিতে পারেন কিনা। সেটা সম্ভব হলে হায়দরাবাদেই টেস্ট অভিষেক হয়ে যেতে পারে এই স্পিনারের।মন্তব্য