kalerkantho


শেবাগের স্কুলে শিক্ষক ধোনি

কালের কণ্ঠ অনলাইন   

৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:৩৮শেবাগের স্কুলে শিক্ষক ধোনি

দুজনেই ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি। একজন বর্তমান আরেকজন সাবেক। সদ্য অধিনায়কত্বে ইস্তফা দেওয়া ধোনি যেমন 'ক্যাপ্টেন কুল' উপাধি পেয়েছিলেন, তেমনি শচীন-শেবাগের ওপেনিং জুটি ছিল বিশ্বের সকল বোলারদের জন্য মূর্তিমান আতঙ্ক। এই দুজনকে এবার দেখা গেল নতুন রুপে।

হরিয়ানার ঝজ্জরে বীরেন্দর শেবাগের স্কুল 'শেবাগ ইন্টারন্যাশানাল স্কুল' এ মাস্টারি করতে গেলেন মহেন্দ্র সিং ধোনি। ছাত্রদের পরামর্শ দেওয়ার পাশাপাশি  ক্রিকেটের পাঠ নিলেন সাবেক ভারত অধিনায়ক। স্কুলে পা দিয়েই যেন নিজের স্কুল জীবনে ফিরে গেলেন তিনি! বীরেন্দ্র শেবাগের স্কুলের উদ্বোধনে শিক্ষার্থীদের সঙ্গে মাঠে নামতেও দেখা গেল তাকে। এক শিক্ষার্থীকে বেশ কিছু টিপসও দিলেন এমএস। 

সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়কের পদ ছেড়ে দেওয়ার পর এখন অনেকটাই ভারমুক্ত ধোনি। মাঠের বাইরেও এখন বেশ ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে তাকে। তারই ফাঁকে চলে গিয়েছিলেন এক সময়কার জাতীয় দলের সতীর্থ বিধ্বংসী ওপেনার শেবাগের স্কুলে। তাদের সঙ্গে ভাগ করে নিলেন নিজের স্কুল জীবনের বেশ কিছু স্মৃতি। ভারতীয় দলের নেতা হিসেবে স্মরণীয় জয়ের কাহিনী শোনালেন শিক্ষার্থীদের।মন্তব্য