kalerkantho


শ্রীলঙ্কা কি পারবে সিরিজে টিকে থাকতে?

কালের কণ্ঠ অনলাইন   

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৫৩শ্রীলঙ্কা কি পারবে সিরিজে টিকে থাকতে?

দক্ষিণ আফ্রিকা সফররত শ্রীলঙ্কানদের অবস্থা তেমন সুবিধার নয়। ইতিমধ্যে প্রথম ২ ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকভাবেই তৃতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় প্রোটিয়ারা। এই কঠিন পরিস্থিতিতেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে সফরকারীরা। শনিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় জোহানেসবার্গে মুখোমুখি হবে দুই দল।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই দাপট দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৮ উইকেটে ও ১২১ রানের বড় ব্যবধানে জিতেছে প্রথম দুটি ম্যাচ। প্রতিপক্ষকে লড়াই করার সুযোগই দেয়নি। তাই ৩য় ম্যাচেই সিরিজ নিশ্চিত করে ফেলতে উদগ্রীব প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স বললেন, "২ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করার সুযোগ পেয়েছি আমরা। এই সুযোগটি কাজে লাগাতে চাই। এতে শেষ দুই ম্যাচে দল নিয়ে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা যাবে। তবে আমাদের জন্য দুঃসংবাদ হলো ডেভিড মিলারের বাদ পড়াটা। ইনজুরিতে পড়েছেন তিনি। মিলার থাকলে লোয়ার-অর্ডার নিয়ে খুব বেশি চিন্তা করতে হয় না আমাদের।"

দ্বিতীয় ওয়ানডেতে ৯৮ বলে ১১৭ রানের অপরাজিত ইনিংস খেলে ফিল্ডিং-এ সময় আঙ্গুলে ব্যাথা পান মিলার। এরপরই মাঠ ছাড়েন তিনি। পরে জানা যায়, আঙ্গুলে সেলাই পড়েছে মিলারের। সুস্থ হতে সাত থেকে দশদিন সময় লাগবে তার।

অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে তৃতীয় ম্যাচে জয় ছাড়া কোন পথ খোলা নেই লঙ্কানদের। বিষয়টি সামনে এনে অধিনায়ক উপুল থারাঙ্গা বললেন, "প্রথম দুই ওয়ানডেতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। তাই এখন আমরা কঠিন পরিস্থিতির মুখে। সিরিজে টিকে থাকতে হলে, তৃতীয় ম্যাচে জিততেই হবে। নয়তো ওয়ানডে সিরিজ হারতে হবে আমাদের। এজন্য ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে হবে এবং বোলারদের আরও ভালো পারফরমেন্স করতে হবে।"

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), হামিশ আমলা, ফারহান বেহারদিয়ান, কুইন্ট ডি কক (উইকেটরক্ষক), জিন পল ডুমিনি, ফাফ ডু-প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, ক্রিস মরিস, লুঙ্গি এনগিডি, ওয়েন পার্নেল, আন্দিল ফেলুকুয়াইও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা ও তাবরাইজ শামসি। 

শ্রীলঙ্কা স্কোয়াড: উপুল থারাঙ্গা (অধিনায়ক), দীনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা, লাহিরু মাদুশঙ্কা, আসিলা গুনারতেœ, সানদুন ওয়েরাকোদি, লাহিরু কুমারা, জেফরি ভ্যান্ডারসে, ভিকুম সঞ্জয়, নুয়ান কুলাসেকারা, সুরাঙ্গা লাকমল, কুশাল মেন্ডিস, চাতুরঙ্গা ডি সিলভা, সাচিত্র পাথিরানা ও লক্ষণ সান্দাকান।মন্তব্য