kalerkantho


জেনে নিন ভারতীয় ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতা

কালের কণ্ঠ অনলাইন   

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৪০জেনে নিন ভারতীয় ক্রিকেটারদের শিক্ষাগত যোগ্যতা

ক্রিকেট মাঠে তারা একেকজন মহাতারকা। নিজ নিজ যোগ্যতায় উঠেছেন উন্নতির শিখরে। মানুষ তাদের চার-ছক্কা কিংবা উইকেট নেওয়া দেখে উল্লাসে ফেটে পড়ে। তাদের অনেকেই অনেকদূর পর্যন্ত প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেছেন। কেউবা সেটাও নয়। তাতে কী এসে যায়? ঐ যে কথায় আছে না, "পূঁথিগত বিদ্যা আর পরহস্তে ধন...।"

পূঁথিগত বিদ্যা ছাড়াও দুনিয়াজোড়া তাদের খ্যাতি। তবুও ভক্তদের তো নিশ্চয়ই জানতে ইচ্ছে করে, প্রিয় ক্রিকেটার কোন পর্যন্ত পড়াশোনা করেছেন। তাহলে আসুন, দেখে নেওয়া যাক কোহলিদের পড়াশোনা কতদূর:

ভারতের তিন ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলি বিশাল ভারতী পাবলিক স্কুলে পড়তেন। ক্রিকেট অনুশীলন করতেন পশ্চিম বিহারে। স্কুল থেকে পশ্চিম বিহার অনেকটাই দূরে হওয়ায় তিনি পরে সেভিয়ার কনভেন্ট স্কুলে ট্রান্সফার নিয়ে নেন। সেখানেই উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হন তিনি। তারপর তো ভারতের স্টার তিনি। তার মতো আজিঙ্কা রাহানেও উচ্চমাধ্যমিক পাস।

এছাড়া সুরেশ রায়না মাধ্যমিক পাশ করেছেন বলে জানা গেছে। ড্যাশিং ব্যাটসম্যান রোহিত শর্মার শিক্ষাগত যোগ্যতা বিশেষ সুবিধার নয়। তিনি প্রাথমিক বিদ্যালয় ছাড়ার পর স্বামী বিবেকানন্দ মিশনে স্কলারশিপে নাম লেখান।

সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটে যোগ দেওয়ার আগে শুধুমাত্র দশম শ্রেণি পাস করেছিলেন। তবে খেলার পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে সমানভাবে উৎসাহী ছিলেন তিনি। নিজের ইচ্ছাতেই উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হন। পরে জাতীয় দলে খেলার সময়েই রাঁচির সেন্ট জেভিয়ার্সে বি.কম বিভাগে নাম লেখান। তার চিরপ্রতিদ্বন্দ্বী বলে খ্যাত যুবরাজ সিং ক্রিকেট-জীবন শুরু হওয়ার আগে উচ্চমাধ্যমিক পাস করেন।

শেষে জানিয়ে রাখি, ক্রিকেট লিজেন্ড শচীন টেন্ডুলকার কিন্তু উচ্চমাধ্যমিক পাস করেছিলেন। এরপর থেকেই তিনি ক্রিকেট স্টার। পড়াশোনা আর হয়নি। কিন্তু উচ্চশিক্ষিত ক্রিকেট তারকাও ভারতে আছে। যেমন বীরেন্দ্র শেবাগ, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলীরা সবাই স্নাতকোত্তীর্ণ। ডাক্তারি পড়া শুরু করেও জাতীয় দলে ডাক পাওয়ায় শেষ করতে পারেননি ভিভিএস লক্ষণ। ভারতীয় দলে বর্তমানে সবচেয়ে উচ্চশিক্ষিত ক্রিকেটার হলেন বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বর্তমানে ইনফরমেশন টেকনোলজিতে বি.টেক করেছেন।মন্তব্য