kalerkantho


অবশেষে মুস্তাফিজ-রুবেলের ঠাঁই হলো বিসিএলে

কালের কণ্ঠ অনলাইন   

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:১৭অবশেষে মুস্তাফিজ-রুবেলের ঠাঁই হলো বিসিএলে

বাংলাদেশ দল ঐতিহাসিক টেস্ট খেলতে বৃহস্পতিবার উড়ে গেছে ভারত। কিন্তু দলের সঙ্গে যাওয়া হয়নি দেশের দু্‌ই গতি তারকা মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেনের। মুস্তাফিজ অনেকটাই নিজের দোষে, আর রুবেল হোসেন অফ ফর্মে থাকায় হায়দরাবাদ টেস্টে জায়গা পাননি। দল ঘোষণার পরই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল, মুস্তাফিজকে বিসিএলে খেলানো হবে। এবার তার সঙ্গে যোগ দিলেন রুবেল হোসেনও।

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এ ডাবল সেঞ্চুরি করে ইতিমধ্যেই দলের সঙ্গে ভারত চলে গেছেন লিটন দাস। এবার ফর্ম, ফিটনেস আর আত্মবিশ্বাস ফিরে পেতে রুবেল-মুস্তাফিজ নামলেন বিসিএলের পঞ্চম আসরের মাঠে। দুজনই প্রাইম ব্যাংক সাউথ জোনের হয়ে খেলবেন।

বিষয়টি নিশ্চিত করে প্রাইম ব্যাংক তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে লিখেছে, প্রাইম ব্যাংক সাউথ জোনের জন্য গ্রেট নিউজ। দুই পেস বোলিং জিনিয়াস রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান আমাদের স্কোয়াডে যোগদান করেছে।মন্তব্য