kalerkantho

মঙ্গলবার । ১৭ জানুয়ারি ২০১৭ । ৪ মাঘ ১৪২৩। ১৮ রবিউস সানি ১৪৩৮।


আবারও রোনালদোর ভিডিও ভাইরাল!

কালের কণ্ঠ অনলাইন   

১২ জানুয়ারি, ২০১৭ ১৩:১১আবারও রোনালদোর ভিডিও ভাইরাল!

ফুটবল মাঠে তার পায়ের জাদু দেখে দর্শকরা বিমোহিত হয়। সিআর সেভেনের হাতেও কি কম জাদু আছে? তিনি যেটাই করেন একটা ছাপ রেখে যান। এ জন্যই তিনি ক্রিস্তিয়ানো রোনালদো। মাঠের ভিতরে হোক বা বাইরে। তার স্টাইল আলাদা কথা বলে।

এবার সিআর সেভেনের নতুন একট ভিডিও সোশাল সাইটে ভাইরাল হলো। না, মোটেও বিতর্কিত কোনো ভিডিও নয়। ওই যে বললাম হাতের জাদু। সম্প্রতি ব্রেকফাস্ট বানানোর একটা ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বর্ষসেরা এই খেলোয়াড়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রথমে কমলালেবু নিয়ে জাগলিং করলেন। তারপর একটা টোস্ট বানালেন। ভিডিওটাই যেন কথা বলছে এখানে। এনবিএ স্টার ডোয়েন ওয়েড তাকে একটি চ্যালেঞ্জ দিয়েছিল। সে অনুযায়ীই নিজের ব্রেকফাস্ট তৈরির এই ভিডিও প্রকাশ রোনালদোর।

দেখুন ভিডিওটি :

 


মন্তব্য