kalerkantho


জিম্বাবুয়ে সফর থেকে বাদ পড়লেন দিনেশ চান্ডিমাল

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৬ ১৭:০৮জিম্বাবুয়ে সফর থেকে বাদ পড়লেন দিনেশ চান্ডিমাল

আগামী সপ্তাহে শুরু হওয়া জিম্বাবুয়ে সফরের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা হয়নি শ্রীলংকান সহ-অধিনায়ক দিনেশ চান্ডিমালের। এই দলে অবশ্য জায়গা করে নিয়েছেন তিনজন নতুন মুখ।

এ সম্পর্কে শ্রীলংকা ক্রিকেট বলেছে গত মাসে ঘরোয়া ম্যাচে আঙ্গুলে আঘাত পাওয়া চান্ডিমাল এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। সে কারণেই আসন্ন সফরে তাকে বিবেচনা করা হয়নি। দলে ডাক পাওয়া তিনজন নতুন মুখ হলেন ফাস্ট বোলার কাসুন মাদুশাঙ্কা ও লাহিরু কুমারা এবং অল-রাউন্ডার আসেলা গুনারাত্নে।
আগামী ২৯ অক্টোবর থেকে হারারেতে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। আগামী ৬ নভেম্বর একই ভেন্যুতে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
 

টেস্ট স্কোয়াড : এ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়াক), দিমুথ করুনারত্নে, কুশাল সিলভা, কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, ধনঞ্জয় সিলভা, রাঙ্গানা হেরাথ, দিলরুয়ান পেরেরা, লক্ষন সানদাকান, সুরাঙ্গা লাকমাল, নিরোশান ডিকওয়েলা, কাসুন মাদুশাঙ্কা, লাহিরু কুমারা, লাহিরু গামাগি ও আসেলা গুনারাত্নে।
 


মন্তব্য