kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।


ম্যাককালামের ছক্কার রেকর্ড ভাঙলেন মিসবাহ

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৬ ১৬:৪৩ম্যাককালামের ছক্কার রেকর্ড ভাঙলেন মিসবাহ

২০০৭ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে মিসবাহ-উল হক ঝড় তুলেছিলেন দারুণ খেলে। বড় বড় ছক্কার জন্য নাম করেছিলেন।

কিন্তু একটু বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আসা মিসবাহ নিজের খেলা বদলে নিয়েছেন পরে। তার স্টাইলই আসলে ওটা। একটু ধীরে খেলা। কিন্তু ছক্কা মারা কখনো ছাড়েননি মিসবাহ। সাবলীল ব্যাটিং, পরিস্থিতির প্রয়োজন মেটানো, পরিণত খেলা- এমন নানা কারণে পাকিস্তানের মহা গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়েছেন। ২০১০ সাল থেকে পাকিস্তানের অধিনায়ক। এখন শুধু টেস্টে নেতৃত্ব দেন। এবার অধিনায়ক হিসেবেই টেস্টে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ভেঙেছেন মিসবাহ।

টেস্ট অধিনায়ক হিসেবে সর্বাধিক ছক্কার রেকর্ডটা এখন মিসবাহর। ভেঙেছেন নিউজিল্যান্ডের সাবেক হার্ড হিটার ব্যাটসম্যান ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড। আবু ধাবিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্টের প্রথম ইনিংসে দুটি বিশাল ছক্কায় ম্যাককালামকে ছাড়িয়ে গেছেন মিসবাহ। এখন ৪৮ টেস্টে ৬১ ছক্কা তার। ইতিহাসের সব অধিনায়কের চেয়ে বেশি। ৩১ টেস্টে ৫৯ ছক্কা নিয়ে এতদিন রেকর্ডটা ধরে রেখেছিলেন ম্যাককালাম। অধিনায়ক হিসেবে চার মারার রেকর্ডে স্বদেশী ইনজামাম-উল হককে আগেই ছাড়িয়ে গেছেন তিনি। ৩৭১টি চার মিসবাহর। চলমান টেস্টের প্রথম ইনিংসে ৯৬ রান করে আউট হয়ে গেছেন মিসবাহ।    

 


মন্তব্য