kalerkantho


ব্রাজিলের বিপক্ষে দলে ফিরলেন মেসি

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৬ ১৩:১৯ব্রাজিলের বিপক্ষে দলে ফিরলেন মেসি

ইনজুরির ধকল সামলে আবারও মাঠে ফিরেছেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। মাঠে নেমে দ্বিতীয় ম্যাচেই ম্যান সিটির বিপক্ষে হ্যাটট্রিক করে ফের চেনা রুপে এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর। এবার জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নাম নিশ্চিত হলো তার।

বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল এবং কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে দেখা যাবে মেসিকে। শুক্রবার আর্জেন্টাইন ফুটবল সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে। মেসির অনুপস্থিতিতে যেন জিততে ভুলে গিয়েছিল আর্জেন্টিনা। পেরুর সঙ্গে ২-২ গোল ড্র, নিজেদের  মাঠে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে পরাজয় দলটিকে তালিকার পঞ্চম স্থানে এনে ফেলেছিল। শীর্ষ চারে না থাকায় ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তাদের সরাসরি অংশগ্রহনও শংকায় পড়ে গিয়েছিল!

মেসি ছাড়া আর্জেন্টিনা দলের এই ছন্নছাড়া অবস্থা নিয়ে শুরু হয়েছিল জোর আলোচনা। অবশেষ মেসি ফিরছেন নতুন কোচ তিতের অধীনে প্রথম চার ম্যাচে দাপুটে জয় তুলে নেওয়া ব্রাজিলের বিপক্ষে। এর পাঁচদিন পর এদগার্দো বাউজার শিষ্যরা খেলবে কলম্বিয়ার বিপক্ষে।


মন্তব্য