kalerkantho


প্রথম আঘাত সেই মেহেদীরই

কালের কণ্ঠ অনলাইন   

২২ অক্টোবর, ২০১৬ ১১:৪৯প্রথম আঘাত সেই মেহেদীরই

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে প্রথম আঘাতটা হানলেন সেই মেহেদী হাসান মিরাজই। দলীয় ২৬ রানের সময় অধিনায়ক অ্যালিস্টার কুককে (১২) হারিয়েছে ইংল্যান্ড। মেহেদীর স্পিনে বিভ্রান্ত হয়ে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন কুক। ওটা নবম ওভারের ঘটনা। অভিষেক টেস্ট খেলতে নামা মেহেদী ইংল্যান্ডরে প্রথম ইনিংসে শিকার করেছেন ৬ ব্যাটসম্যানকে। প্রথম ইনিংসেও প্রথম আঘাত হেনেছিলেন এই ১৮ বছরের অফ স্পিনার। বেন ডাকেটের সাথে যোগ দিয়েছেন জো রুট। ১ উইকেটে ২৬ রান ইংল্যান্ডের।  
 


মন্তব্য