kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


সিলেটের জামাই মঈন আলী!

কালের কণ্ঠ অনলাইন   

২১ অক্টোবর, ২০১৬ ২২:২৩সিলেটের জামাই মঈন আলী!

এমন ভাগ্যও জোটে কোনো ক্রিকেটারের জীবনে? আন্তর্জাতিক সিরিজ খেলতে ক্রিকেটারদের প্রতিনিয়তই বিভিন্ন দেশে যেতে হয়। কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার সৌভাগ্য হয় কয়জন ক্রিকেটারের? মঈন আলী সেই সৌভাগ্যবান।

যিনি ওয়ানডে এবং টেস্ট খেলতে ‘শ্বশুরবাড়ি’ এসেছেন!

বিষয়টি নিশ্চয়ই এখনও পরিস্কার হয়নি? দলের সঙ্গে বাংলাদেশে সিরিজ খেলতে আসা এই ইংলিশ অলরাউন্ডারের ‘শ্বশুরবাড়ি’ বাংলাদেশ! আরও ছোট করে বললে সিলেট। কারণ মঈনের স্ত্রী ফিরোজা হোসেনের পরিবারের আদি নিবাস ছিল সিলেট। ফিরোজার জন্মের আগেই তার পরিবার ইংল্যান্ডে পাড়ি জমায়। ইংল্যান্ডেই ফিরোজার জন্ম, মঈনের সঙ্গে পরিচয়, প্রেম, অতঃপর বিয়ে। বর্তমানে তারা একটি ফুটফুটে ছেলের জনক।

বেশ কয়েকবার বাংলাদেশে এসেছিলেন ফিরোজা হোসেন। বিয়ের পরও এসেছিলেন। তবে অবশ্যই একা নয়, স্বামীকেও সাথে করে নিয়ে আসেন তিনি। কিন্তু এ খবর কেউ জানত না। এবারের সফরেও স্বামীর সাথে এসেছেন তিনি। তবে সিলেট যাননি এখনও। জানা গেছে, সিলেটের পীর মহল্লা এলাকায় ফিরোজাদের আদি বাড়ি।


মন্তব্য