kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।


চোটগ্রস্ত পিকে ও আলবা ২ সপ্তাহের বিশ্রামে

কালের কণ্ঠ অনলাইন   

২১ অক্টোবর, ২০১৬ ২১:৪৪



চোটগ্রস্ত পিকে ও আলবা ২ সপ্তাহের বিশ্রামে

বুধবার চ্যাম্পিয়নস লীগের হাই ভোল্টেজ ম্যাচে অংশ গ্রহণের সময় ইনজুরির কবলে পড়েছেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে ও জর্ডি আলবা। ফলে কমপক্ষে পরবর্তী দুই সপ্তাহ সাইডলাইনেই কাটাতে হবে বার্সেলোনার এই দুই তারকাকে।

বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। চ্যাম্পিয়ন্স লীগের ওই ম্যাচে আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির হ্যাটট্রিকে ভর করে সফরকারী ম্যানচেস্টার সিটিকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে কাতলানরা।

ম্যাচের প্রথমার্ধেই চোট নিয়ে বাইরে চলে যেতে হয় পিকে ও আলবাকে। সিটি মিডফিল্ডার ডেভিড সিলভার সঙ্গে ক্লেসের কারণে পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছেন পিকে। অপরদিকে মাঠে নামার পরই হ্যামস্ট্রিং পেশিতে টান লাগে আলবার। ফলে মাত্র ১০ মিনিট খেলেই বিদায় নিতে হয় তাকে।

ইনজুরির কারণে মঠের বাইরে কাটানোর কারণে এই দুই ফুটবলার ভ্যালেন্সিয়া, গ্রানাডা ও সেভিয়ার বিপক্ষে পরবর্তী ঘরোয়ার লীগের ম্যাচে বার্সার হয়ে অংশ নিতে পারছেননা। এমনকি আগামী ১ নভেম্বর সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের ফিরতি লেগের ম্যাচেও তাদের অংশগ্রহনের বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।


মন্তব্য