kalerkantho


‘মেসি যেন স্কুল মাঠে খেলছিল!’

কালের কণ্ঠ অনলাইন   

২০ অক্টোবর, ২০১৬ ১৬:১২‘মেসি যেন স্কুল মাঠে খেলছিল!’

ইনজুরিকে জয় করে মাঠে ফিরেই আবারও সেই পুরনো রুপে আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসি। স্প্যানিশ লা-লিগার আগের ম্যাচে দুরন্ত কামব্যাকের আভাস দিয়েছিলেন৷ এবার ম্যাঞ্চেস্টার সিটির বিপক্ষে দুরন্ত হ্যাটট্রিক করে যেন বার্তা দিলেন-“ইনজুরি মেসিকে আটকাতে পারবে না।”

কুঁচকির চোট কাটিয়ে ফেরার পর এটা ছিল মেসির দ্বিতীয় ম্যাচ। নিজের মাঠে ন্যু ক্যাম্পে ম্যানসিটির বিপক্ষে একটু বেশীই নির্দয় ছিলেন মেসি। তাই প্রিয় শিষ্যের খেলায় মুগ্ধ বার্সেলোনা কোচ লুইস এনরিকে। ম্যাচ শেষে দলের সেরা তারকার প্রশংসায় কোচ। তিনি বলেন, “ও ছিল ম্যাচের ফলাফল নির্ধারক। ম্যাচের সব গুরুত্বপূর্ণ মুহূর্তের সঙ্গে জড়িত ছিল ও। মেসি এমনভাবে ম্যাচটি শেষ করেছে যেন ও স্কুল মাঠে খেলছিল।”

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচটি ৪-০ গোলে জেতে বার্সেলোনা। শেষমেষ নেইমার ম্যানসিটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন। ব্রাজিলিয়ান তারকার গোলের পেছনেও অবদান আছে মেসির। এই জয়ের ফলে শেষ ষোলোর দিকে এগিয়ে গেল বার্সেলোনা।


মন্তব্য