kalerkantho


ডেঙ্গুতে নারী ফুটবলারের মৃত্যু!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৬ ২১:৩৯ডেঙ্গুতে নারী ফুটবলারের মৃত্যু!

মশাবাহিত ডেঙ্গুজ্বরের শিকার হলেন ভারতের এক নারী ফুটবলার। ভারতের উত্তরপ্রদেশের বাসিন্দা ফুটবলার পুনম চৌহান ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গতকাল মঙ্গলবার রাতে সেখানকার একটি বেসরকারী হাসপাতালে তার মৃত্যু হয়ে বলে ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে।

এসএ গেমসে সোনাজয়ী ভারতীয় নারী দলে ছিলেন পুনম। বর্তমানে ভারতের আঞ্চলিক স্তরে ফুটবলার বাছাই কমিটির পরীক্ষক হিসেবে কাজ করছিলেন। এছাড়াও বারাণসীর সিগরা স্টেডিয়ামে ফুটবলের প্রশিক্ষণ দিতেন পুনম। অসুস্থ হওয়ার আগে রাজ্য স্তরের ফুটবল চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু এভাবে মৃত্যুর পরে সব এলোমেলো হয়ে গেল ফুটবলের৷ এই তারকা ফুটবলারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতের ক্রীড়াঙ্গনে।


মন্তব্য