kalerkantho


স্মিথদের স্লোজিং-এ জোর দিতে বললেন স্টিভ ওয়া!

কালের কণ্ঠ অনলাইন   

১৯ অক্টোবর, ২০১৬ ১৪:৫৬স্মিথদের স্লোজিং-এ জোর দিতে বললেন স্টিভ ওয়া!

ক্রিকেট মাঠে স্লোজিং অনেক পুরনো ঘটনা। যদিও ‘ভদ্রলোকের খেলা’ বলে পরিচিত ক্রিকেটের সঙ্গে স্লোজিং যায় না, তবু প্রতিপক্ষকে কথার বানে ঘায়েল করার চেষ্ঠা অনেক দলই করে থাকে। নিয়মিতভাবেই এজন্য শাস্তিও পেতে হয়। তবু চলে স্লোজিং। স্লোজিং এ এগিয়ে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মত দলগুলো। এই স্লোজিংকে এবার অস্ত্র হিসেবে প্রয়োগ করতে বললেন সাবেক অজি অধিনায়খ স্টিভ ওয়া!

সদ্যই ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই হয়েছে স্টিভেন স্মিথের দল। মাঠে স্টিভ স্মিথদের নমনীয় মনোভাব দেখে বিস্মিত স্টিভ বলেছেন, “এর চেয়ে অস্বস্তিকর ছবি আর কিছু হতে পারে না।” এমতাবস্থায় বাইশ গজে নমনীয় মনোভাব ত্যাগ করে জোর গলায় স্লোজিং করার পরামর্শ দিলেন স্টিভ ওয়া।

ডেভিড ওয়ার্নারদের প্রতি স্টিভের বার্তা, “শুরু থেকেই তো স্লেজিং‌ ক্রিকেটের অঙ্গ। সমস্ত দল তা প্রয়োগ করে। অস্ট্রেলিয়াকেও আবার সেই পথে ফিরতে হবে।” সেখানেই না থেমে তিনি আরও বলেছেন, “আমরা ইতিবাচক এবং আগ্রাসী ক্রিকেট খেলতেই অভ্যস্ত। ম্যাচে কিছু কথাবার্তা তো হবেই। এভাবেই নিজেদের আবার পুরনো মেজাজে ফিরিয়ে আনতে হবে।”

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার অ্যালান বর্ডার বলেছেন, স্টিভ ওয়া নির্বাচক হলে অস্ট্রেলীয় ক্রিকেটের মঙ্গল হবে।


মন্তব্য