kalerkantho


সালমান খানের কাছে ব্রাভোর আবদার!

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৬ ১৪:২৪সালমান খানের কাছে ব্রাভোর আবদার!

ভারতের টেলিভিশনে রিয়ালিটি ড্যান্স শো মাতাচ্ছেন ডিজে ব্রাভো। চ্যাম্পিয়ন অল-রাউন্ডার এখন বলিউডের দিকে তাকিয়ে। বলিউডের ভাইজান সালমান খানের সাথে কোনো ফিল্মে নাচার তুমুল আগ্রহের কথাই এবার প্রকাশ্যে জানালেন ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়।

৩৩ বছর বয়সী ব্রাভোর 'চ্যাম্পিয়ন' গান ও এর সাথে নাচ ক্রিকেট বিশ্বে অসম্ভব জনপ্রিয়। ওটি ঝড় তুলেছিল বছরের গোড়ায়। মিউজিক ব্রাভোর সখ। অ্যালবামও বেরোলো। ক্যারিবিয়ান জীবন উপভোগের রক্ত শরীরে। ক্যালিপসো মিউজিক ধমণীতে। ক্রিকেট মাঠেও অনেক আগে থেকে যে কোনো সাফল্যে নেচেও উদযাপন করতে দেখা যায় তাকে। বিনোদন দেন দর্শকদের। সম্প্রতি নাচের ঝলক দেখাচ্ছেন ভারতের টেলিভিশনেও।

কিন্তু ব্রাভো আসলে বলিউডেও নাচটা দেখাতে চান। বলিউডে অভিনয় করার ইচ্ছে আছে। আগে জানিয়েছেন। তবে এবার শুধু সালমানের সাথে নাচার আগ্রহটাই তুলে ধরলেন। একটি ভিডিওতে ব্রাভো সালমানের উদ্দ্যেশে বলেছেন, "হাই সালমান। ডিজে ব্রাভো বলছি। দ্য চ্যাম্পিয়ন। আমি তোমার সাথে নাচতে চাই। তোমার কোনো সিনেমায়, তোমার কোনো গানে। তুমি তৈরি থাকলেও কেবল একটা ডাক দিও। আমি প্রস্তুত আছি।" ভিডিওতে সালমানের নাচের জনপ্রিয় কিছু মুভও করে দেখিয়েছেন ব্রাভো। এখন দেখা যাক ব্রাভোর এই ডাক সালমানের কানে যায় কতক্ষণে।


মন্তব্য