kalerkantho


জয়পুরহাটে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি    

১৮ অক্টোবর, ২০১৬ ১৩:২৮জয়পুরহাটে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

জয়পুরহাটে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার সকাল ১০টায় জয়পুরহাট স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার পাঁচ উপজেলার বালক ও বালিকাদের নিয়ে গঠিত ১০টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

জেলা প্রশাসক আব্দুর রহিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জোহা। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বক্তব্য দেন সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী প্রমুখ। উদ্বোধনী খেলায় অংশ নেয় জয়পুরহাট সদর উপজেলা চ্যাম্পিয়ন দলের সঙ্গে ক্ষেতলাল উপজেলার চাম্পিয়ন বালক ও বালিকাদের চারটি দল।

 


মন্তব্য