kalerkantho


সন্তানের মুখ দেখে বাংলাদেশে ফিরেছেন কুক

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৬ ১২:৩৭সন্তানের মুখ দেখে বাংলাদেশে ফিরেছেন কুক

টেস্ট দলের আগে বাংলাদেশে এসেছিলেন। আবার দুই প্রস্তুতি ম্যাচের আগে ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডে। সেখানে স্ত্রী অ্যালিস হান্ট অ্যালিস্টার কুকের দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন। কন্যা এসেছে পৃথিবীর আলোয়। সন্তানের মুখ দেখে সোমবার বিকেলে বাংলাদেশে চলে এসেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। চট্টগ্রামে দলের সাথে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার প্রথম টেস্টে মুশফিকুর রহিমের সাথে টস করতে নামবেন তিনি।

সাবেক অধিনায়ক অ্যালেক স্টুয়ার্টের সমান ১৩৩ টেস্ট খেলার অভিজ্ঞতা কুকের। ৩১ বছর বয়সী ওপেনিং ব্যাটসম্যান ১০,৫৯৯ রান নিয়ে ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। চট্টগ্রাম টেস্টে এবার হতে যাচ্ছেন দেশের পক্ষে সর্বাধিক টেস্ট খেলার রেকর্ডের মালিকও।
 
১০ বছর আগে উপমহাদেশেই টেস্ট অভিষেক হয়েছিল কুকের। ভারতের নাগপুরে সেঞ্চুরি দিয়ে শুরু তার ক্যারিয়ার। এই অঞ্চলে প্রায় ৬০ গড়ে রান করেছেন। সেঞ্চুরি করেছেন ৮টি। ৪৭.০১ গড়ে রান করা কুকের ক্যারিয়ার সেঞ্চুরি ২৯টি।

বাংলাদেশ সফরে ইংলিশদের আসা নিয়ে যখন কিছুটা অনিশ্চয়তা তখন কুক নির্ভয়ে সফরের কথা বলেছিলেন। কুড়িয়েছিলেন প্রশংসা। স্ত্রী সন্তানের জন্ম দেবেন। তাই আগে এসে এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে গেছেন নিজেকে।


মন্তব্য