kalerkantho

সোমবার । ৫ ডিসেম্বর ২০১৬। ২১ অগ্রহায়ণ ১৪২৩। ৪ রবিউল আউয়াল ১৪৩৮।


পাকিস্তান দলে ফিরলেন ইউনিস খান

কালের কণ্ঠ অনলাইন   

১৮ অক্টোবর, ২০১৬ ১০:৫৬পাকিস্তান দলে ফিরলেন ইউনিস খান

দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ভেঙে পড়ল পাকিস্তান দল। তখন সবার খুব করে মনে পড়ল ইউনিস খানের কথাই।

ডেঙ্গুর কারণে এই টেস্টে খেলা হয়নি। তবে সেরে উঠেছেন বর্ষীয়ান অভিজ্ঞ এই ব্যাটসম্যান। আবুধাবিতে ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পাকিস্তান দলে ফিরেছেন ইউনিস। ২১ অক্টোবর এই ম্যাচ শুরু।

১৫ জনের দল ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল হক। সেখানে দেশটির ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক ইউনিস আছেন। ৩৮ বছরের খেলোয়াড় ১০৮ ম্যাচে ৯,৪৫৬ রান করেছেন। এখন পুরো সুস্থ। দুবাইয়ে দিবারাত্রির টেস্টে জয় পেয়েছে পাকিস্তান। আর ইউনিসই কেবল দলে ঢুকেছেন। মোহাম্মদ হাফিজ ও শান মাসুদ ইংল্যান্ড সফরের পর দলে জায়গা হারিয়েছেন। এবারো ফেরা হলো না তাদের।

পাকিস্তান দল : মিসবাহ-উল হক (অধিনায়ক), আজহার আলি, সামি আসলাম, বাবর আজম, ইউনিস খান, আসাদ শফিক, সরফরাজ আহমেদ, মোহাম্মদ নওয়াজ, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, মোহাম্মদ আমির, সোহেল খান, ইমরান খান, রাহাত আলি, জুলফিকার বাবর।


মন্তব্য