kalerkantho


অভিষেকেই গোল রোনালদোর ছেলের!

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ১৬:৪২অভিষেকেই গোল রোনালদোর ছেলের!

তার বয়স মাত্র ৬ বছর। সবেমাত্র ভর্তি হয়েছে ফোজুয়েলো ফুটবল ক্লাবে। বাবা বিখ্যাত ফুটবলার। ছেলেও কি এমন কিছু ইঙ্গিত দিলেন? স্পেনের হয়ে অভিষেকেই গোল করে রীতিমতো তাক লাগিয়ে দিল ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ছেলে ক্রিশ্চিয়ানিনহো।

গত সপ্তাহে বার্সেলোনার অ্যাকাডেমিতে ভর্তি হয়েছে লিওনেল মেসির বড় ছেলে থিয়াগো। ওয়েন রুনি আর ইব্রাহিমোভিচের ছেলেরাও ভর্তি হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অ্যাকাডেমিতে। কিন্তু ক্রিশ্চিয়ানিনহো ভর্তি হতে পারেনি বাবার ক্লাবের অ্যাকাডেমিতে। কারণ সংবাদমাধ্যমের প্রচারমাধ্যম থেকে দূরে রাখতে রোনালদো তার ছেলেকে ভর্তি করেছিলেন ফোজুয়েলোর অ্যাকাডেমিতে। সেই একাডেমিতে ক্রিশ্চিয়ানিনহো বাবার মত সাত নম্বর জার্সি পরেই খেলছে।


মন্তব্য