kalerkantho


কন্যাসন্তানের বাবা হলেন অ্যালিস্টার কুক

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ১৬:০৩কন্যাসন্তানের বাবা হলেন অ্যালিস্টার কুক

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক অ্যালিস্টার কুক কন্যাসন্তানের বাবা হলেন। কিছুক্ষণ আগে ইংল্যান্ড ক্রিকেট ইংল্যান্ডের অফিসিয়াল ফেসবুক এবং টুইটার পোস্ট থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এটি কুক দম্পতির দ্বিতীয় সন্তান।

অনুশীলনের জন্য দলের সঙ্গে আগেভাগেই বাংলাদেশে এসেছিলেন কুক। এরপর সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে আবার ইংল্যান্ড উড়াল দেন তিনি। ২০ অক্টোবর থেকে শুরু হতে চলা প্রথম টেস্টের আগে তার বাংলাদেশে ফেরার কথা রয়েছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, কোনোরকম প্রস্তুতি ছাড়াই সরাসরি নেমে পড়তে হবে তাঁকে মাঠে।

বাংলাদেশে সফর নিয়ে যখন ইংলিশ ক্রিকেটাররা দোটানায় ভুগছিলেন তখন এই অ্যালিস্টা্র কুক বাংলাদেশ সফরের পক্ষে বিবৃতি দেন। সেই সঙ্গে অন্তঃসত্তা স্ত্রীকে রেখে নিজে আগেভাগেই বাংলাদেশে চলে আসেন। এজন্য তিনি ইংল্যান্ড এবং বাংলাদেশ উভয় দেশের সমর্থকদের কাছ থেকে প্রশংসা এবং ভালবাসা অর্জন করেন। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টটি হতে যাচ্ছে তার জীবনের শততম টেস্ট।


মন্তব্য