kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


ব্যর্থতার বৃত্তে আবদ্ধ সিদ্দিকুর

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ১১:০৪ব্যর্থতার বৃত্তে আবদ্ধ সিদ্দিকুর

ইন্দোনেশিয়া মাস্টার্সের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায়ের পর এবার ম্যাকাও ওপেন থেকেও বিদায় নিতে হলো বাংলাদেশের সেরা গলফার সিদ্দিকুর রহমানকে। শুরুটা ভালো করলেও শেষ পর্যন্ত হতাশাই হলো সম্বল।

ম্যাকাও গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে দ্বিতীয় রাউন্ড শেষে তিনজনের সঙ্গে যৌথভাবে ৭ এ ছিলেন। কিন্তু তৃতীয় রাউন্ডে ৫৩তম স্থানে নেমে যান তিনি। শেষ পর্যন্ত চতুর্থ ও শেষ রাউন্ডে ৫৭তম স্থান অর্জন করে ম্যাকাও ওপেন শেষ হলো তার। শেষ রাউন্ডে ১টি বার্ডি ও ৩টি বোগি করেছেন সিদ্দিকুর। এ ছাড়া পারের চেয়ে দুই শট বেশি খেলেছেন তিনি।


মন্তব্য