kalerkantho


সাক্ষী মালিকের বাগদান

কালের কণ্ঠ অনলাইন   

১৭ অক্টোবর, ২০১৬ ০১:২৩সাক্ষী মালিকের বাগদান

বাগদান হয়ে গেল সাক্ষী মালিকের। রিও অলিম্পিক থেকে কুস্তিতে ব্রোঞ্জ নিয়ে এসেছেন সাক্ষী। দেশে ফিরেই জানিয়েছিলেন, খুব শিগগিরই হয়তো বাগদান সেরে ফেলতে পারেন তিনি। রবিবার ২৩ বছর বয়সী কুস্তিগীর যার সঙ্গে বাগদান সারলেন যাঁর সঙ্গে, তিনিও একজন কুস্তিগীর- সত্যব্রত সাঙ্গওয়ান। কমনওয়েলথ গেমসে দেশের হয়ে তিনি রুপাও জিতেছেন। অর্জুন পুরস্কারে সম্মানিতও করা হয়েছে তাঁকে।

সূত্র: আজকাল


মন্তব্য