kalerkantho


সিনেমার নায়ক হয়ে ফিরছেন শ্রীশান্ত!

কালের কণ্ঠ অনলাইন   

১৬ অক্টোবর, ২০১৬ ১৬:৩৪সিনেমার নায়ক হয়ে ফিরছেন শ্রীশান্ত!

ভারতের ক্রিকেট দল কিংবা দর্শকদের কি মনে আছে শ্রীশান্তের কথা? আগ্রাসী এই বোলার উইকেট তুলে নিয়ে বুনো উদযাপনে মেতে উঠতেন। তার এই উদযাপনটা ছিল দেখার মত। এর জন্য তাকে কত বার যে সতর্ক করা হয়েছিল, তার হিসাব নেই। একবার উদযাপন করতে গিয়ে তো নিজ দলের সতীর্থ হরভজনের এক থাপ্পরও হজম করতে হয়েছিল তাকে।

ভারতীয় ক্রিকেটের এই ‘ব্যাড বয়’ আইপিএলে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে এখন ক্রিকেট থেকে নির্বাসিত। জেলেও যেতে হয়েছিল। তারপর নেমেছিলেন রাজনীতিতেও। কিন্তু সুবিধা করতে পারেননি। এবার একেবারে ভিন্নরুপে হাজির হচ্ছেন তিনি। হ্যাঁ, খুব দ্রুতই রুপালী পর্দায় দেখা যাবে কেরালার এই সাবেক পেসারকে। মালায়লম ভাষায় মুক্তি পাচ্ছে শ্রীশান্ত অভিনীত সিনেমা ‘টিম ফাইভ’। তামিল ও তেলেগু ভাষাতেও সিনেমাটির ডাবিং হবে।

এই ছবির জন্য নিজেকে মানে নিজের চেহারাকে অনেক বদলে ফেলেছেন শ্রীশান্ত। তিনি এখন আর আগের মতো নেই। নিজের বদলে যাওয়া পেশীবহুল দেহের ছবিও তিনি পোস্ট করেছেন টুইটারে। শ্রীশান্তের ছবি টুইটারে দেখে সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ টুইট করে জানান তিনি আরও অনেকের মতই শ্রীশান্তের ছবি দেখার জন্য অপেক্ষায় আছেন।

দেখুন সিনেমার পোস্টার:


মন্তব্য