kalerkantho

শনিবার । ৩ ডিসেম্বর ২০১৬। ১৯ অগ্রহায়ণ ১৪২৩। ২ রবিউল আউয়াল ১৪৩৮।


জামাইকায় উসাইন বোল্টের শেষ দৌড়

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৬ ২৩:৫৩জামাইকায় উসাইন বোল্টের শেষ দৌড়

শেষবারের মতো ঘরের মাঠে দৌড়াতে নামবেন উসাইন বোল্ট। আগামী বছর ১০ জুন থেকে জামাইকায় অনুষ্ঠিত হতে চলেছে রেসার্স গ্রঁ পি।

সেখানেই অংশ নেবেন অলিম্পিকে সর্বকালের সেরাদের অন্যতম অ্যাথলিট। শুক্রবার একথা জানিয়েছেন বোল্ট নিজেই। এর আগে অলিম্পিক দৌড়ে ন’‌টি সোনার পদকের মালিক জানিয়েছিলেন, ‌২০১৭ সালে আগস্ট মাসে লন্ডনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পরেই অবসর নেবেন। অর্থাৎ রেসার্স গ্রঁ পিতে জামাইকার রেস ট্র‌্যাকে শেষবার দৌড়াবেন ৩০ বছরের বোল্ট। ‌

সূত্র: ‌আজকাল


মন্তব্য