kalerkantho


জকোভিচকে বিদায় করে ফাইনালে আগুত!

কালের কণ্ঠ অনলাইন   

১৫ অক্টোবর, ২০১৬ ১৯:১১জকোভিচকে বিদায় করে ফাইনালে আগুত!

বিশ্বের এক নম্বর খেলোয়াড় ও শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচকে হারের লজ্জা দিয়ে পুরুষ এককে সাংহাই মাষ্টার্স টেনিসের ফাইনালে উঠেছেন ১৫তম বাছাই স্পেনের রর্বাতো বাউতিস্তা আগুত টুর্নামেন্টের সেমিফাইনালে জকোভিচকে দাঁড়াতেই দেননি আগুত।

কোয়ার্টারফাইনাল জিততেই বেশ বেগ পেতে হয়েছিলো জকোভিচকে। ভাগ্যের সহায় নিয়েই শেষ আটের বাধাঁ পেরোন তিনি। তাই সেমিফাইনালে ভালো খেলার পণ করেই নেমেছিলেন জকোভিচ। কিন্তু শেষ চারে এসে বড়সড় হোচট খেলেন এই সার্বিয়ান।

আগুতের সামনে লড়াইয়ের ছিটেফটাও দেখাতে পারেননি জকোভিচ। প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতে নেন র‌্যাংকিং-এর ১৯ নম্বর খেলোয়াড় আগুত। এজন্য তার সময় লাগে ৪২ মিনিট।

দ্বিতীয় সেটের শুরু থেকেও জকোভিচকে ব্যাকুফটে রাখেন আগুত। ফলে এ সেটও ৬-৪ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেন তিনি। এই সেটটি জিততে আগুতের সময় ব্যয় হয় ৪৭ মিনিট।

জকোভিচের সাথে আগের পাঁচ দেখায় সবগুলোতে হার মানা আগুত এ ম্যাচ জিতে বলেন, “বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের বিপক্ষে জয়, এই অনুভূকি ভাষায় প্রকাশ করার মত না। অনেক বেশি ভালো লাগছে। এবার শিরোপার দিকে চোখ। শিরোপা জিততে চাই।”

আর সেমির ম্যাচ হেরে হতাশ জকোভিচ বলেন, “খারাপ খেলেছি, তাই ম্যাচ হেরেছি।”


মন্তব্য